preloader_image

বিজ্ঞান ক্লাব এর গঠনতন্ত্রঃ

১/ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ক্লাব সমূহের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা।

২/ বিজ্ঞান ক্লাবে কমপক্ষে ২৫ জন সদস্য থাকতে হবে।

৩/ ১০ জন সদস্যের একটি কার্যকরী পরিষদ ক্লাবের সামগ্রিক কর্মকান্ড সাধন করবে।

৪/ প্রতি মাসে একবার সাধারণ সদস্যগন এবং প্রয়োজনীয়তা অনুসারে কার্যকরী সভায় মিলিত হবে।

৫/ পরামর্শ ও নির্দেশনার জন্য বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ থাকতে হবে।

৬/ পদাধিকার বলে মাদ্রাসার প্রধান শিক্ষক এ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হবেন।

৭/ মাদ্রাসায় ছাত্র ও শিক্ষক কেন্দ্রে ক্লাবের একটি কার্যালয় থাকবে।সেখান থেকে এর সামগ্রিক কর্মকান্ড পরিচালিত হবে।

বিজ্ঞান ক্লাব এর উদ্দেশ্যঃ

একটি জাতির ভবিষ্যৎ উন্নতি ও প্রগতি বহুলাংশে নির্ভর করে এর ভবিষ্যৎ প্রজন্ম,কিশোর, তরুনেরা কী ভাবে গড়ে ওঠেছে তার উপর।একটি দূরদর্শী জাতি এ কারনে তাদের তরুন প্রজন্মকে ভবিষ্যৎ এর চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ করে গড়ে তোলার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে বিজ্ঞান ক্লাব।