preloader_image

সহকারী সুপারদ্বয়ের

বানী

photo

মোঃ হারুন অর রশিদ

সহকারী সুপার(এডমিন)

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

সমস্ত প্রশংসা মহান আল্লাহ তা‘আলার যিনি আমাদেরকে ইলমে দ্বীন সম্প্রসারনে আধুনিক প্রযুক্তির মহাসড়কে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার শ্রেষ্ঠ শিক্ষক রাসূলে করিম (সাঃ) এর উপরে। সাথে সাথে আনসার আলী মিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠাতা, জমি দাতা এবং অনান্য সদস্যদের নেক হায়াত , সুসাস্থ্য এবং কল্যাণ কামন করছি।

প্রত্যন্ত গ্রামে বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা গড়ে উঠেছে। যেখানে শিক্ষার্থীদের পড়াশোনাসহ সহপাঠ্য কার্যক্রম নিবিড়ভাবে পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা স্পোর্স রুম এবং কমন রুম। শিক্ষার্থীদের মাদ্রাসার পক্ষ থেকে প্রত্যাহিক নাস্ত ও চিকিৎসা সেবা প্রদানা করা হয়। শিক্ষার্থীদের সকল সেবা বিনামূল্যে প্রদান করা হয়। কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদের পরনির্ভরশীলতা হতে দেই না। বিভিন্ন ভাবে আমার তাদের স্বনির্ভরশীল হতে এবং মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করি। মাদ্রাসার উদ্দেশ্য সাদা মনের মানুষ তৈরী করা।

মাদ্রাসার শিক্ষক - কর্মচারী একনিষ্ঠ প্রচেষ্টায় এবং প্রতিষ্ঠাতা সভাপতির সুপরিকল্পিত দিকনির্দেশনায় মাদ্রাসা তার লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে চলছে। আল্লাহর কাছে ফরিয়াদ যে লক্ষ্য ও উদ্দেশ্যে প্রতিষ্ঠান সূচনা হয়েছে সে উদ্দেশ্য যেন পূরণ করতে পারি।

আমীন

photo

মোঃ জুবায়ের হুসাইন

সহকারী সুপার(এডুকেশন)

بسم الله الرحمن الرحيم

ইসলামী ইতিহাসের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় হল মারাকেশের ফাস শহরে অবস্থিত জামেয়া কারাউয়্যীন। তৃতীয় হিজরী শতাব্দীতে এর প্রতিষ্ঠা। এটা শুধু ইসলামী দুনিয়ার নয়, পুরো বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর একটি। তৃতীয় শতাব্দীর এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্বলিত প্রস্পেকটাসে পাওয়া যায়, এখানে একদিকে দ্বীনী বিষয় তথা কুরআন, হাদীস, তাফসীর, ফিকহ প্রভৃতির পাঠদান হত। পাশাপাশি চিকিৎসা বিদ্যা, গণিত শাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি সেগুলোও পড়ানো হত। ইবনে খালদুন রাহ., ইবনে রুশদ রাহ., কাযী ইয়ায রাহ.-সহ জগদ্বিখ্যাত মনীষীগণ সেখানে অধ্যাপনা করতেন। তৈরি হয়েছে জগতের শ্রেষ্ঠ সন্তানগন। এটাই আমাদের ইতিহাস।

আমাদের প্রতিষ্ঠানগুলোতে একদিকে তৈরি হবে ইমামে আযম আবু হানিফা,ইমাম মালেক,ইমাম বুখারী, ইবনে হাজার আসকালানী,ইমাম গাজ্জালি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী (রাহ.) অন্যদিকে তৈরি হবে ইবনে সিনা, ইবনে খালদুন, আল বেরুনি, , জাবির ইবনে হাইয়ানের মতো জগদ্বিখ্যাত বিজ্ঞানী।

আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা এমনই স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে। এজন্য আমি শুকরিয়া জ্ঞাপন করছি এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সি.আই.পি. স্যারসহ সংশ্লিষ্ট সকলকে। প্রতিষ্ঠান সূচনা থেকেই অত্যাধুনিক তথ্য ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করছে। প্রতিটি শিক্ষার্থী যেন আলোকিত মানুষ হতে পারে এজন্য প্রতিটি শিক্ষকের রয়েছে আন্তরিক চেষ্টা ও শ্রম। এই মাদ্রাসার শিক্ষার্থী যুগের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের আকাঙ্খা। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে কবুল করুন।

আমীন