preloader_image

সভাপতি সাহেবের

বানী

chairman_photo

ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান

প্রতিষ্ঠাতা ও সভাপতি

বিসমিল্লাহির রহমানির রাহীম।

সম্মানিত সুধী,

আস্সালামু আলাইকুম। মহাগ্রন্থ আল-কুরআনের প্রথম বাণী হল “ইকরা” অর্থাৎ “পড়”। মানব জাতীর মুক্তির সনদ আল-কুরআনের এ বাণীই প্রমাণ করে যে, প্রতিযোগিতা মূলক ও জ্ঞান বিজ্ঞানের জগতে শিক্ষার কোন বিকল্প নেই। আর এ শিক্ষা শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই নয়, বরং সেই শিক্ষা যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে।

আলহামদুলিল্লাহ, সুশিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে যোগ্য নাগরিক তৈরি করার মানসে ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামে “আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা” প্রতিষ্ঠার মহান দায়িত্বে নিয়োজিত করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং এ জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।

প্রকৃতপক্ষে, ইহকাল এবং পরকালের মুক্তির উপলব্ধি থেকেই নিজ জন্মস্থানে গড়ে তোলা হয়েছে আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসাটি। মহান আল্লাহর অশেষ মেহেরবাণীতে ও আপনাদের দোয়ায় আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা আজ পূর্ণরূপে প্রস্ফুটিত। অত্র মাদ্রাসাটি শুধু ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ না থেকে জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা, কলা সকল স্তরে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করবে। কোমলমতি শিক্ষার্থীরা আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষাদানের পাশাপাশি নৈতিক, চারিত্রিক, মানবিক, পরোপকারী এবং পারিবারিক মুল্যবোধ এর বন্ধন সুদৃঢ় করার ব্যাপারে এই দ্বীনি প্রতিষ্ঠানটি সচেষ্ট থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

আমাদের শিক্ষা কারিকুলামে বাংলা, আরবি, ইংরেজি ও আইসিটি শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দিয়েছি। বর্তমান ডিজিটাইজড্ সময়ে শিক্ষার্থীরা বই-খাতার পাশাপাশি ভিজুয়্যাল ক্লাস ও কম্পিউটার ব্যবহারের সুযোগ পাচ্ছে। এমনকি আমাদের ওয়েবসাইট এর মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকগণ নানা তথ্য-উপাত্ত অনায়েসেই পেয়ে যাচ্ছে ।

আমরা আশা রাখি, এখানকার ছাত্র-ছাত্রীরা ধারাবাহিকভাবে জ্ঞান অর্জন করবে এবং সৃজনশীলতার মাধ্যমে ক্যাম্পাসটিকে একটি জীবন্ত গবেষণাগারে পরিণত করবে। জ্ঞান পিপাসুদের জন্য আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসার প্রাঙ্গন হবে সবসময় স্বপ্নে বিভোর, জ্ঞানের আলোয় উদ্ভাসিত ও মুখরিত একটি উদ্যান। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষার সাথে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ব্যপারে এ বিদ্যাপিঠটি অন্যতম ভূমিকা পালন করবে বলে আমি অত্যন্ত আশাবাদী।

আমরা বিশ্বাস করি এ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা একবিংশ শতাব্দীর সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে একজন সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হয়ে গড়ে উঠবে।

সেই সাথে প্রত্যাশা করি আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসাটির কোমলমতি শিশু, কিশোররা শুধু জাতীয় পর্যায়েই নয়, দেশের গন্ডি পেড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও সাফল্য বয়ে আনবে। যাদেরকে নিয়ে ভরে উঠবে আমাদের প্রাণ। সকলের দোয়া, ভালবাসা ও পরামর্শই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে বহুদূরে।

আমি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সম্মানিত শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকসহ সকল শুভানুধ্যায়ীগণের উত্তরোত্তর সমৃদ্ধি, সু-স্বাস্থ্য ও সাফল্য কামনা করছি।

সেই সাথে আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধির জন্য আপনাদের সকলের নিকট দোয়া ও পরামর্শ প্রত্যাশা করছি।

মহান আল্লাহ্ আমাদের সকলের সহায় হোন।